ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার জনদুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন দূর্বিষহ করে তুলেছে।
অপরদিকে ঢাকা উভয় নগরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। মশার আক্রমনের কারণে দিনে-রাতে স্বস্থির সাথে কোন কাজ করা দুস্কর হয়ে পড়েছে। নগরবাসীর এ দূর্ভোগ লাঘব করার কেউ নেই। জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। প্রতিটি সিটিতেই মশা নিধনে রয়েছে বিশাল বাজেট। এত বিশাল বাজেট কোথায় যায়? উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। অথচ ব্রীজ উদ্ভোধনের আগেই ধসে যাচ্ছে।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত দেশ। সর্বত্র দুর্নীতি ও লুটপাটের কারণে জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করছে।
তিনি বলেন, জনগণের সমস্যার অন্ত নেই। দেশকে লুটপাটের কবল থেকে রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হতে যাচ্ছে। এই সুবর্ণজয়ন্তীতেও দেশ দুর্নীতমুক্ত হতে পারেনি। জনগণ ভোটাধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এমতাবস্থার পরিবর্তন প্রয়োজন।
বিবৃতিতে তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনরায় জেগে উঠার আহ্বান জানান।