বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

জলবায়ু ন্যায়বিচার এর দাবিতে সিইএইচআরডিএফ এর গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক |বাংলাদেশ দিগন্ত

সাইদুজ্জামান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৩৭ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

জলবায়ু পরিবর্তন রোধ করতে এ্যাকশন ও ন্যায়বিচারের দাবিতে গ্লোবাল স্ট্রাইক করেছে সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম।

আজ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সিইএইচআরডিএফ আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

বক্তারা বাংলাদেশের উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যা, খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেঁড়িবাধ ভেঙ্গে পানি প্রবেশ, কুতুবদিয়া ও মহেশখালীর মাতারবাড়িতে জলাবদ্ধতা, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙ্গণ ইত্যাদি সংকট বিষয়ে এ সময় কথা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মকবুল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন একটি সংকট হিসেবে উপস্থিত হয়েছে। এটি শুধু যে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তা নয় বরং উন্নত রাষ্ট্রগুলোর উপরও ব্যাপক প্রভাব ফেলছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা পাচ্ছে না।

সভাপতির বক্তব্যে সংগঠনটির প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে। বাংলাদেশে পুনঃপুন প্রাকৃতিক দূর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙ্গণ বাড়ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন একটি দেশ৷ কিন্তু শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ বাংলাদেশকে দিনদিন ভালনারেবল করে ফেলছে।

তিনি আরো বলেন, এমতাবস্থায় বাংলাদেশ কে জলবায়ু সংকট মোকাবেলায় ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে প্রয়োজনীয় তহবিল বিনা শর্তে যেন দেয়। সেজন্য তিনি বিশ্বনেতাদের সুদৃষ্টি কামনা করেন।

চলমান বন্যা মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের তিনি স্থায়ী সমাধান নিতে আহবান জানান।

পরিচালক(কো-অর্ডিনেশন) আব্দুল মান্নান রানা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর পরিচালক(জেনারেল এফেয়ার্স) সাঈদ মোহাম্মদ শুভ, পরিচালক(ট্রাস্ট) শাহ আবু বক্কর, পরিচালক(ট্রেজারী ও উদ্যোগ) শামসুল ইসলাম।

বক্তব্য রাখেন মনীষা সমন্বয়ক নাসিমা আক্তার পিংকী, শাপলাপুর ফোরাম সমন্বয়ক নাসির উদ্দিন সোহেল,সদর উত্তর ফোরাম সমন্বয়ক আব্দুল্লাহ সায়েম, ধলঘাটা ফোরাম ব্যবস্থাপক এস্তাখাব উদ্দিন, সদস্য মাহমুদুল হক সজীব প্রমূখ।

এতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সিইএইচআরডিএফ এর উপ-সহকারী পরিচালক(পরিবেশ সুরক্ষা) আশেক উল্লাহ, অর্থ সম্পাদক রেজাউল হায়াত রেজা, শিক্ষা সম্পাদক মোহাম্মদ শরীফ, প্রাইম এসিস্ট্যান্ট সুলতানা জেসমিন সদস্য(সংগঠন) জিহাদুল ইসলাম, মোহাম্মদ ছোটন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!