জাগো মুসলিম
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***************************
[ সম্প্রতি ফ্রান্সে মহানবী ( সঃ ) এর কার্টুন এঁকে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে লেখা। ]
****************************
রক্তক্ষরণ হৃদে শান্তি নেই মুসলিম চিত্তে
ঈমানী দাবানল জ্বালাবো অমুসলিমদের ভিত্তে
মহানবী (সঃ) ‘র অপমান করে দেখো ফ্রান্সে,
ঈমানী চেতনা জিহাদী প্রেরণা বিশ্বাসে-নিশ্বাসে
জাগো হে,আসাদুল্লাহর উত্তরসূরী নিয়ে তরবারি
দেখো ওরে মুসলিম নবী ( সঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনে
নির্লজ্জ পাহারা বসায় ইহুদিরা ফ্রান্সে সরকারি।
ইহুদিরা চায় সাম্প্রদায়িক দাঙ্গা
দেওয়া হবে জবাব তাদের দাঁত ভাঙ্গা –
হাসিতে মৃত্যু বরণ জিহাদে আমরণ
মুসলিম নির্ভীক করিও ইতিহাস স্মরণ।
ওরে মুসলিম – দেখো কাফেরের দল
আঁকে মহানবী ( সঃ) ‘র ব্যঙ্গচিত্র ;
নাই কিরে দেহে মুসলিম খুন
কেন করো তাদের সাথে মিত্র ?
ইসলাম ধ্বংসে মুসলিম নিধনে
ইহুদী -নাসারা একত্রিত সবি –
মহানবী মহানায়ক মানবতার শ্রেষ্ট কবি
বিশ্বনবী বিশ্বমাঝে রহমতের ছবি।
এখনো নিরব!তুমি কেমন মুসলমান!
করো তেজোদীপ্ত তোমাদের ঈমান
হানে আঘাত মুশরিক বেঈমান
আমার নবীর শানে করে অসম্মান।
ঐ শোন বজ্রধ্বনি এখনো কাঁপায় ধরণী
বদর,ওহুদ,খন্দক, তাবুক,মুতারের ময়দান
ঈমানী চেতনায় জিহাদী বাসনায় জেগে উঠো
করতে নাস্তানাবুদ ধ্বংস তাগুত শয়তান।
সব ভুলে হই আজ দ্বীনের স্বার্থে একত্র
হাতে রবে অস্ত্র মুখে কুরানের মন্ত্র –
শহীদি তামান্না মুসলিমের কামনা
দ্বীন ও নবীর অপমান হৃদয় আর সহেনা।