মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে আজ ৫ই জুন জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মো:কামাল হোসেন, কনস্টেবল আবুল হাসেমসহ উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ ২ মাদকসেবীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের নলডুরি এলাকার মৃত মাতব্বর আলীর ছেলে মো: মুমিন আহমদ (৩৫), কৃষ্ণ নগর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে জহিরুল ইসলাম (৩৫)।
এব্যাপারে আটককৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে বলে জানান, জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
এব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সকালেই তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, চলমান বিশ্ববিস্তৃত এ মহামারীতেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। তিনি জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি জুড়ী থানার ওসি কে দ্রুত জানাতে অনুরোধ করেছেন।