জয় হোক মানবতার
******************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************
অশ্রু নদী বয় নিরবধি ধর্ষিতা মায়ের চোখে
সতীত্ব হারানো ব্যথার ঢেউ আছড়ে পড়ে বুকে
ক্লান্ত – শ্রান্ত ক্লিষ্ট দেহ,কষ্টের ভাগ নেয়না কেহ ;
মানব নামের দানবে বয়ে বেড়ায় ধর্ষনের মোহ।
খুন,ধর্ষন,রাহাজানি কাঁদে স্বজন -স্বজনী
পাপের বোঝায় সাঙ্গ হবে সুন্দর এ অবনী-
ভয়ে সন্ত্রস্ত অবলা রমণী, কাটে তার যামিনী
সুচতুর ধর্ষক,খুনি!উপেক্ষিত ধর্ষিতার বাণী।
নির্যাতনের বোঝা ল’য়ে, যায় যবে বিচারালয়ে
ধর্ষিতা বোন;আমার পায়না বিচার দেশে-
আইনের ফাঁক-ফোকর দিয়ে বিজয়ী বেশে
খুনি,ধর্ষক লাগামহীন দাপিয়ে বেড়ায় শেষে।
এনেছি স্বাধীনতা জান-মাল আভ্রুর বিনিময়ে
মা-বোনের পবিত্র সতীত্ব আর যেন কেউ –
খুবলে খেতে না পারে পিশাচের মতো
দেখিতে চাহিনা ধর্ষিতার ঘরে বিষাদের ঢেউ।
চায়না ভাসতে দু’খে,চায় কাটাতে দিন সুখে
চাই নিরাপত্তা হে বিধাতা, ধ্বংস হোক প্রেতাত্মা-
হোক ধ্বংস জালিম তক্ত,আর চাইনা বৃথা রক্ত
যদি হই ইনসাফ প্রতিষ্টা,উড়বে শান্তি-সুখের ঝান্ডা।
বাজাও ইনসাফের ডংকা,উদিত হোক সততার সংজ্ঞা
হোক ইনসাফ প্রতিষ্টা,সভ্য সমাজের এ আকাংখা
ধ্বংস হোক নরপিশাচের কালো হাত
জয় হোক মানবতার,মানবতা জিন্দাবাদ।