ঝালকাঠিতে ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে ঝালকাঠি ডিবি পুলিশ।পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ মাইনুদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই আবুল কলাম আজাদ, এএসআই শিমুল চন্দ্র ও জালিজ, কং মাসুম বিল্লাহ, নুরুদ্দিন, নুসরাতসহ ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আরমান হক রাজার স্ত্রী বিলকিস (২৬) এর বসতবাড়ি হতে ৫শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জুলাই ১২:২৫ এর সময় এক নারীকে আটক করা হয়।আটককৃত বিলকিস মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এ উদ্ধার অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ওসি ডিবি ইকবাল বাহার খান।