কক্সবাজার জেলার টেকনাফের রঙ্গিখালীতে আধিপত্য বিস্তারের জেরধরে সৃষ্ট গ্রুপিংয়ের কারণে প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহৃত হওয়া ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ২৩জুন সকালে হ্নীলা রঙ্গিখালীর মরহুম শফিক মেম্বার গ্রুপের গুরা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৮) পাহাড়ে নিজ জমিতে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথেই দীর্ঘদিনের প্রতিপক্ষ ভোলাইয়া বৈদ্য গ্রুপের একটি স্বশস্ত্র গ্রুপ তাকে বেঁধে নিয়ে যায়। এসময় তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ফিরে এসে খবরটি জসিমের পরিবারকে জানায়। তখন অপহৃতের পরিবার বিষয়টি থানা পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করে। এরপর দুপুর হতে পুলিশের বিশেষ দল পাহাড়ে তল্লাশী অভিযান চালিয়ে হতাশ হলেও বিকালের দিকে রঙ্গিখালী গভীর পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকার মৎস্যঘেরের পাদদেশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তা উদ্ধার করে রাত সোয়া ৮টারদিকে মৃতদেহ এলাকায় আনা হয়। পরে মৃতদেহটি পোস্ট মর্টেমের থানা পুলিশ নিয়ে যায়।
এলাকা বাসীরা জানাই
দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনি ও সংঘাত চলে আসছে। এই বিরোধের যাতাকলে পড়ে অনেক নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে।