টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনছিপ্রাং ষ্টেশন চত্বরে বর্তমান মেম্বার আব্দুল বাছেতের সভাপতিত্বে বীট পুলিশিংয়ের মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান।প্রধান অথিতির বক্তব্যে তিনি সকলকে মাদকের ব্যাপারে সতর্ক করেন,মাদকের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে দিয়েছেন।এবং সকলকে মাদকের বিরোদ্ধে সোচ্চার হয়ে ভূমিকা রাখার আহবান জানান।আরো বক্তব্য রাখেন,এ এস আই মোহাম্মদ আরিফ,তিনি বলেন,আমরা আপনাদের সেবা করার জন্য এখানে এসেছি,আপনারা মাদক কারবারীদের বিরোধী হয়ে আমাদের সহযোগিতা করবেন, আমরা যেকোন মূল্যে তাদের আইনের আওতায় আনার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাবো।এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের বীট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রুহুল),আজিজুর রহমান,সিরাজুল হক,আতিক উল্লাহ,উনছিপ্রাং জামে মসজিদের খতীব মাওঃশাহ আলম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ।