টেকনাফের হ্নীলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ ৩ যুবককে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক পরিদর্শক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধায় হ্নীলা সিকদার প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে হ্নীলা উলুচামরী এলাকার মৃত কালা মিয়ার ছেলে শাহজাহান প্রকাশ নানা (২২), উত্তর কাঞ্জরপাড়া এলাকার মো. ইসমাঈলের ছেলে কামাল উদ্দিন (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।
আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । তাদের সাথে কাঞ্জরপাড়া নয়াপাড়ার কয়েকজন কারবারি জড়িত রয়েছে বলে জানা গেছে।