কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির ৩.৫.৬ এবং ৭ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে দুই হাজার টাকা সমমূল্যমানের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় (নন-ফুড) সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় “অক্সফাম বাংলাদেশ” এর আর্থিক সহযোগিতায় ভাউচার প্রোগ্রামের মাধ্যমে হ্নীলা সিএমপি মাঠে এই সামগ্রী বিতরণ হয়।
ফিতা কেটে উক্ত সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কামরুজ্জামান।
জানা গেছে, সাধারণ হতদরিদ্র মানুষের ব্যয়ে চাপ কমানো ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আর্থিকভাবে সচ্ছলতা বাড়ানোর লক্ষ্যে আন্তজার্তিক এনজিও সংস্থা “অক্সফাম বাংলাদেশ” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় (নন-ফুড) সাগ্রমী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩.৫.৬.৭ নং ওয়ার্ডের ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে দুই হাজার টাকা সমমূল্যমানের ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। যেখানে নারী ও পুরুষের জন্য আলাদাভাবে বিতরণের সুব্যবস্থা করা হয়েছে এবং বয়স্ক ও প্রতিবন্ধীদের বিতরণে অগ্রাধিকার প্রদান করা হয়। বিতরণস্থলের দুই প্রান্তে খাওয়ার জন্য পানিরও ব্যবস্থা করা হয়েছে।
বিতরণস্টলে পাওয়া গেছে, ঢাকনাসহ বালতি, লুঙ্গি, প্লাস্টিক চেয়ার, প্লাস্টিক টুল, সোলার টর্চ লাইট,স্যান্ডেল, এল ইডি লাইট,প্লাস্টিক ব্যাগ,থ্রিপিছ,মশারি,পাঞ্জাবির কাপড়সহ অনেক পণ্য। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী। এসময় ভাউচার প্রোগ্রাম অনুষ্ঠানে “অক্সফাম বাংলাদেশ” জোবায়দা খাতুন,মোঃ হাফিজুর রহমান,মোঃ শরিফুল ইসলামসহ মিডিয়া ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।