কক্সবাজার টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত লিডার সালমান শাহ কে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন পুলিশ।ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানায়, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সালমান শাহ গ্রুপের প্রধান ডাকাত সালমান শাহ ওরফে শহিদুল ইসলামকে (১৮) আটক করা হয়।
আটক সালমান শাহ উপজেলার নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের সোনা মিয়া ছেলে।
৩০ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সালমান শাহ’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন,১৬এপিবিএন পুলিশের অধিনায়ক মুহাম্মদ হেমায়েতুল ইসলাম।