আসন্ন ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যানপ্রার্থী নুর হোসেন (বি.এ) এর আনারস মার্কার সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ১৯ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে সাবরাং নয়াপাড়া আলহাজ্ব নবী হোছাইন উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শফিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবরাং ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী মোঃ সেলিম সিআইপি, মোয়াজ্জেম হোসেন দানু; ২নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী ছিদ্দিক আহমদ, শামসুল আলম; ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী কবির আহমদ, সিদ্দিক আহদ, জাফর আহমদ; ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী নুরুল আলম, শামসুল আলম; ৫নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী সব্বির আহমদ, মোঃ শরীফ; ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী আলী আহমদ,
আবুল ফয়েজ ও নুর মোহাম্মদ এবং সংরক্ষিত মহিলা সদস্যপ্রার্থী ৪, ৫, ৬ ওয়ার্ডের হাবিবা আক্তার, শাহেনা আক্তার, খতিজা বেগম ও বানু বিবি।
অন্যান্যদের উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর রহিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জিয়াবুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিয়া উদ্দিন সহ প্রমুখ।