টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জন মাদক পাচারকারীকে আটক করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ১৩ সেপ্টেম্বর ভোররাতে টেকনাফ মিঠাপানিরছড়ায় একটি আলুর বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন স্থানীয় মৃত হোছন আহমদের পুত্র নছর উল্লাহ, মৃত রমিদুল্লাহর পুত্র মোঃ নাঈমুল্লাহ এবং নুরু সালামের পুত্র মোঃ শফিক আলমকে আটক করে। তাদের সাথে থাকা আলুর বস্তা তল্লাশী করে ১০হাজার পিস এবং দেহ তল্লাশী করে ১০হাজার পিস মোট ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দৃকত ইয়াবা ও আটক মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন।