কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসারের সঞালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টেকনাফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল প্রমূখ।
এতে অংশগ্রহণ করেন টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। এ সময় শিক্ষক, ছাত্রছাত্রীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরুস্কৃত করা হয়। মেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনতাহা হাছিনা নুমী বলেন, এ বিজ্ঞান মেলায় আমরা অনেককিছু শিখতে পেরেছি। যা পরবর্তীতে আমাদের অনেক কাজে আসবে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলায় যারা যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই।
অংশ গ্রহন কারী ছাত্র, ছাত্রদের বলেন, প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার একটি উৎস জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। আমাদের টেকনাফে ছেলেমেয়েরা বিজ্ঞান শিক্ষা থেকে দূরে থাকার কারণে কুসংস্কারের দিকে নিমজ্জিত হচ্ছে। তা হতে উত্তরণ হওয়ার একমাত্র উপায় বিজ্ঞানভিত্তিক লেখাপড়া। আজকের প্রদর্শনীতে যে সমস্ত বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন আপনারা আমাকে দেখিয়েছেন। আমি মনে করি আগামী দিনে আমাদের টেকনাফের বিশাল চাহিদা পূরণ করতে আপনারাই যথেষ্ট।