টেকনাফের বাহারছড়া জাহাজপুরা জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে উভয়ের সংঘর্ষে চারজন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে এলাকাবাসাী।
এসময় তাদের বাড়ির ঘেরাবেড়া কেটে ভেঙে তচনচ করা হয়।
শুক্রবার (৩০ এপ্রিল)তারাবির নামাজ চলাকালীন সময়ে জাহাজপুরা ইউনিয়ন ভূমি অফিসের পিছনে এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানায়,মূলত নৌকার জাল চুরির ঘটনা নিয়ে এই সংঘর্ষ হয়েছে এতে স্থানীয় ছৈয়দ আমির ছেলে মোহাম্মদ উল্লাহ(৪৫)মৃত জাফর আলমের ছেলে নুরুল ইসলাম(৪০)মৃত নুর আহমাদের ছেলে নুরুল আলম,আবুল কালামসহ কয়েকজন আহত হয়।এর মধ্যে নুরুল আলমের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রতক্ষদর্শী ডাক্তার মোহাম্মদ রফিক জানান,মোহাম্মদ উল্লাহ’র সাথে নুরুল ইসলামের নৌকার জাল চোরির ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয় এক পর্যায়ে ইসলামের বসত বাড়ির ঘেরা কাটানো হয় তাতে দুইপক্ষ জনবল নিয়ে দা কিরিচ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শুরু হয় বাড়িতে হামলা।কোপাকুপিতে উভয় পক্ষের চারজন আহত হয়।
ভিক্টিমদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।