টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার চিহ্নিত ডাকাত জামালকে ৭ই অক্টোবর দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ১৬ এবিপিএন’র একটি বিশেষ টিম।৮ই অক্টোবর তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত জামালের বড় ছেলে হামিদ,দেলোয়ারকে গ্রেফতার করতে ১৬এবিপিএন’র একটি চৌকস টিম অভিযান পরিচালনা কালে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতে টের পেয়ে ডাকাত হামিদ এবং দেলোয়ার গ্যাংরা পালিয়ে যেতে সক্ষম হয়।এরপর থেকে তারা বেপরোয়া ভাবে অস্ত্র নিয়ে এলাকার মানুষকে হুমকী দমকি দিয়ে আসছে।বিশেষ করে লেদা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও তার পরিবারকে প্রাণে মারা, ঘরে আগুন জ্বালিয়ে দেয়া সহ বিভিন্ন ধরণের হুমকী দিয়ে বেড়াচ্ছে।এদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নুরুল ইসলাম।অভিযোগের তদন্ত টিম এবং ১৬ এবিপিএন পুলিশের অভিযানের পর থেকে ডাকাতদের অতিরিক্ত হুমকির মুখে জীবন -যাপন করছেন বলে সংবাদ কর্মীকে জানান,নুরুল ইসলামের পরিবার।এমন অস্ত্রদারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ভুক্তভোগী নুরুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।