কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং গভীর পাহাড়ে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কুখ্যাত হাকিম ডাকাতের দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।
২৬জুন সকালে পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ দল এই আস্তানা ঘেরাও করে ফেলে। তখন ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আত্মরক্ষার্থে কিছুক্ষণ গুলিবর্ষণ করে। দু’পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে বিপূল পরিমাণ ইয়াবা ও অস্ত্রাদিসহ গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ৪ জনকে চিকিৎসা করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্যরা মারা যায়।