কক্সবাজার টেকনাফ বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও ফার্নিসার জব্দ করেছে। এ সময় হ্নীলা লেদা এলাকার বসু মিয়ার পুত্র মোঃ হোছন (৩৫) কে আটক করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে হ্নীলা ইউপির পশ্চিম লেদা পাহাড়ের পাদদেশে বিশেষ অভিযান পরিচালনা করেন টেকনাফ বন বিভাগ।
এ বিষয়ে টেকনাফ সদর বিট কর্মকর্তা আবুল কালাম সরকার গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রভাব শালী চক্রের ইন্দনে বন বিভাগের অগোচরে দির্ঘ দিন ধরে সরকারি সংরক্ষিত ও সামাজিক বনায়নের গাছ কেটে মূল্যবান ফার্নিচার ও বড় বড় গাছ স্থানীয় করাত কলে সংবারহ করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে উক্ত পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কর্তণ কৃত কাঠ ও অবৈধ কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র সহ একজন কাঠ চোর কে আটক করি।
তিনি আরো জানান , ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার বন আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
উল্লেখ যে জব্দ কৃত কাঠের মূল্য ৬লক্ষ টাকা বলে জানিয়েছে বন বিভাগ