কক্সবাজার-টেকনাফ বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়। হতাহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন- ড্রাইভার মামুন ও জয়নাল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা সিএনজি সমিটির সাধারণ সম্পাদক নুরুল হোছাইন।
তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পত্যক্ষদর্শীরা জানায়,টেকনাফ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী ‘এ সালাম’ এসি বাসের সাথে টেকনাফ মুখি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাৎক্ষনিক পুলিশে জানালে পুলিশ এসে গাড়ি দু’টি জব্দ করেন এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলামের সরকারি মোবাইল নাম্বারে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ওই ফাঁড়িতে দায়িত্বরত একজন পুলিশের এএসআই গাড়ি দুটি জব্দ করেছেন বলে নিশ্চিত করেছেন।