টেকনাফ সদরে অভিযান চালিয়ে ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টল মেথ -মাদক আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতার আসামি টেকনাফ সদর ইউপির নাজির পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিস।
রবিবার (১০ অক্টোবর) টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদে টেকনাফ সদর ইউপির নাজির পাড়ায় এসআই নকিবুল্লাহ সঙ্গীয়ফোর্সসহ এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে।
এসময় মাদক আইসের সাথে জড়িত থাকায় বাড়ির মালিক ইদ্রিস কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।