টেকনাফ সাবরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াপাড়া এমদাদুল উলুম মাদ্ৰাসার মুহতামিম ও সৰ্বজন শ্ৰদ্ধেয় আলেম মাওলানা মনির উল্লাহ আজ ৪ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেছেন।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নীতি ও আদর্শের সাথে একাত্মতা পোষণ করে এবং পীর সাহেব চরমোনাই এর অসাধারণ ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণে মুগ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সামগ্রিক কর্মসূচিতে নিজেকে শামিল করার জন্য, সর্বোপরি দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা তথা দ্বীন কায়েমের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার এর হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন। এসময় তিনি আগামী দিনে পীরসাহেব চরমোনাই ঘোষিত সকল কর্মসূচি এবং ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল হোসাইন ফাহিম, বামুক টেকনাফ উপজেলার সদর মাওলানা হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জিয়াউল হক, ইসলামী আন্দোলন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা ওসামা বিন আমান এবং ইশা ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শব্বির আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহপরীর দ্বীপ সংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ রহমত উল্লাহসহ নেতৃবৃন্দ।