টেকনাফে মেরিন ড্রাইভ এলাকা থেকে ৫,৯৮০পিচ ইয়াবাসহ আটক-১
আবুল ফয়েজ, টেকনাফ :
আপডেট টাইম :
সোমবার, ৮ জুন, ২০২০
৬১০
বার পঠিত
টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
৭জুন দুপুর পৌনে ২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সড়ক বিচ পয়েন্ট মোড়ে সতর্ক অবস্থান নেয়। এসময় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ সদরের বটতলী বাজারের কচুবনিয়ার মৃত জুম্মুল হকের পুত্র মহিউদ্দিন (১৯) কে আটক করেছে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান, র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।