গতকাল ২৬ সেপ্টেম্বর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্র পত্রিকায় টেকনাফ পৌরশহরে ভয়াবহ যানজট, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে! বস্ত নিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়েছিলো। উপজেলা ও পৌর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়েছে।
এ বিষয়ে আজ রোববার দুপুরে টেকনাফ উপজেলা মিলনায়তনের হল রুমে সকল প্রকার যানবাহনের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে “যানজট নিরসন/বিশৃঙ্খলা রোধকল্পে এক জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে।
এসময় উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহিনা আক্তার চৌধুরী, সাবেক সংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার মোহাম্মদ আবুল মঞ্জুরসহ উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রকার যানবাহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ বলেন, টেকনাফ পৌর শহরের সকল প্রকার যানবাহন সু-নির্দিষ্ট স্থানে রেখে চলাচলের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় বক্তারা আরো বলেন অপ্রাপ্তবয়স্ক ও জাতীয় পরিচয় পরিচয় পত্র ছাড়া কোন রোহিঙ্গা নাগরিকদেরকে কোন প্রকার যানবাহন চালাতে না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।