কক্সবাজার টেকনাফের নোয়াপাড়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬এপিবিএন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,
১৮ই অক্টোবর ৩ ঘটিকার সময় পাহাড়ের পাদদেশে অবস্থিত এইচ ব্লকে’র শরণার্থী সাহারা খাতুনের বাড়িতে আমির হোসেনের পুত্র আনোয়ার সাদেক,নুর মোহাম্মদের পুত্র সালমান,জাফরের পুত্র নুর মোহাম্মদ সহ কয়েকজন অজ্ঞাত লোক ডাকাতি করে নগদ ত্রিশহাজার টাকা সহ দুইটি বাটন মোবাইল ফোন ও সিম কার্ড নিয়ে যায়। বাদীনি সাহারা খাতুন অভিযোগ করলে,তারই অভিযোগের ভিত্তিতে আজ ১৯ই অক্টোবর নোয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পি ব্লক’র বাসিন্দা আমির হোসেনের পুত্র এক নাম্বার আসামী আনোয়ার সাদেক (১৯)কে বাদীনি’র সিমকার্ড সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় বাদীনি সাহারা খাতুনের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন,ইন্সপেক্টর রাকিবুল ইসলাম।