কক্সবাজার টেকনাফে পরিত্যাক্ত অবস্থায় নাফনদীর কিনারায় লবণ মাঠে ৫০ হাজার ইয়াবা কুড়িয়ে পেল বিজিবি।বিজিবি সুত্রে জানা যায়, টেকনাফের ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে বিশেষ টহল দল প্রচ- ঝড় ও ভারী বর্ষণের মধ্যেও বিজিবি’র চৌকস দল সেখানে অবস্থান নেয়। পরে ভোররাতে নাইট ভিশন ডিভাইস দ্বারা কয়েকজন ব্যক্তিকে ছ্যুরিখাল সংলগ্ন লবণের মাঠ দিয়ে প্রবেশ করতে দেখে। তখনই টহলদল অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। এরপর টহলদল লবণ মাঠ শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে তল্লাসি করে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেলে যাওয়া একটি পলিথিনের ব্যাগ জব্দ করে। জব্দ করা ব্যাগের ভেতর ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।