কক্সবাজার টেকনাফে আজ সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। এ সময় হ্নীলা লেদা ও টেকনাফের ১২ জনকে ১২টি মামলায় দশ হাজার দুই শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুর। তিনি বলেন, সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান চলাকালীন টেকনাফ মডেল থানা পুলিশের টীম, সিপিপিতে কর্মরত কর্মীগণ, রেডিও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।