টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার এক স্কুল পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
নয়াপাড়ার বাসিন্দা হাসানের (ছদ্মনাম)মেয়ে সুমাইয়া আকতার (১৪)(ছদ্মনাম)কে ঝিমংখালীর আব্দুর রহিম প্রকাশ পুতিয়া’র পুত্র রিফাত (১৮) মেয়েটিকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে সিএনজি করে বিগত মাসের ১০তারিখ কক্সবাজার সহ বিভিন্ন জায়গাতে নিয়ে লাগাতার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভিকটিম পরিবার।ভিকটিমের পরিবার সংবাদকর্মীদের আরো জানান,ধর্ষণের শিকার মেয়েটির সাথে ধর্ষকের প্রেমের গভীর সম্পর্ক ছিলো,সেই প্রেমের সুবাদে ছেলের বিয়ের প্রলোভনের আশায় মেয়েটি পালিয়ে গেছে,পরে মেয়েটির ইজ্জত লুণ্ঠন করে,তাকে মারধর করে নিজের বাড়িতে তাড়িয়ে দেয় ঐ ছেলেটি ।
এব্যাপারে রিফাতের পিতার সাথে মুঠোফোনে জানতে চাইলে,তার ছেলের সাথে মেয়েটির নেকাহ হয়েছে কাবিন করার তরে ঘরোয়াভাবে বৈঠক কালে মনোমালিন্য হয়,কিন্তু এখনো তাঁর ছেলের বউ বানাতে রাজি আছে বলে জানান।