কক্সবাজার টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার কবির আহমদ হত্যা মামলা আসামী, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দীনের নেতৃত্বে আলীর জোহার (৫৫) নামে এক টমটম চালককে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সে পুরান পল্লানপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।
এঘটনায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করা হলেও হামলাকারীরা মামলা না হওয়ায় এখনো প্রকাশ্যে ঘুরে ফিরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া চানু আম তলা রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- টমটম চালক আলীর জোহার ৩ জন যাত্রী নিয়ে পুরান পল্লানপাড়া এলাকা থেকে বাস ষ্টেশনের দিকে যাচ্ছিলেন, এসময় ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দীন ইয়াবা ব্যবসার কালো টাকার বিনিময়ে ক্রয় করা গাড়ি নিয়ে বাড়ি ঢুকছিলেন।
এসময় টমটম চালক আগে যাবার জন্য ইশারা দিলেও ইয়াবা ব্যবসায়ী হেলাল তা মানতে নারাজ। হেলাল গাড়ি থেকে বের হয়ে টমটম চালক আলীর জোহার (৫৫) কে গালিগালাজ করে এবং তার ওপর হামলা চালায়।
পরে টমটম চালককে বাড়ির ভিতরে টানাহেচড়া করে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তার স্ত্রী, ভাই নাজিম উদ্দিনসহ আরো কয়েকজন মিলে তার ওপর আবারো হামলা চালায় এবং তার টমটম গাড়ি ভাঙচুর চালায়।
পরে স্থানীয়রা টমটম চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করে। তবে তার অবস্থা আশংকাজনক ও মাথায় প্রচুর আঘাত পেয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। তবে কাউকে আটক করেনি। টেকনাফ মডেল থানার (ওসিতদন্ত)এবিএমএস দৌহা জানান- এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।