কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।সূত্রে জানায়,১৮ই নভেম্বর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় জাহেদ ষ্টোরের সামনে পূর্ব পার্শ্বে সড়কের উপর তল্লাশি করে ১০হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
ধৃত আসামী হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র আকবর (৪৭)বলে জানা যায়।
এসময় পালিয়ে যাওয়া বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নবী হোসেনের পুত্র হেলাল উদ্দিন ওরফে আয়াজ (৪৫)কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যটা নিশ্চিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।