টেকনাফে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২লাখ ৮০হাজার পিস ইয়াবাসহ ১টি কাঠের নৌকা জব্দ করেছে।
গত ১৭মার্চ মধ্য রাতে মিয়ানমার থেকে ১টি ইঙ্গিন চালিত কাঠে নৌকা শাহপরীর
দ্বীপ এলাকায় আসতে দেখে কোস্টগার্ডের টহলদল নৌকাটিকে থাকানোর সংকেত দেয়। পাচারকারীরা নৌকাটি না থামিয়ে গতিবেগ অন্যদিকে ফিরিয়ে প্যারা বনের কাছা-কাছি এসে নৌকাটি ফেলে পালিয়ে যায়।পাচারকারীদেরকে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ২টি বস্তায় ২লাখ ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে ১৭মার্চ দুপুরে টেকনাফ পূর্ব জোন কার্যালয়ে কোস্টগার্ড কমান্ডার লেঃএম সালেহ আকরাম এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেন।জব্দকৃত ইয়াবা ও নৌকাটি পরবর্তী আইন নানুক ব্যবস্থা প্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।