টেকনাফের নাফনদী সাতঁরিয়ে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লেদা বিজিবি জওয়ানেরা ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।
সূত্র জানায়,বুধবার ( ৯ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিএসপি পোস্ট ও ছুরিখাল পয়েন্ট সংলগ্ন বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি সাতঁরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার মধ্যে মাদককারবারী পালিয়ে যায়। পরে নাফনদীর কিনারায় ঘটনাস্থল তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।