কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৯৯ ক্যান বিয়ারসহ মোঃ হাসান নামে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার গভীররাতে এসআই তারেক ও সঙ্গীয়ফোর্সসহ শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯ ক্যান বিয়ারসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ।
ধৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।