টেকনাফ সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে পরওয়ানাভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার আসামি সাবরাং ইউপির ৪ নং ওয়ার্ডের সিকদার পাড়ার আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রাসেল।
তার বিরুদ্ধে মাদক, অস্ত্র,হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ সাবরাংয়ে অভিযানে যায়। সে সময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে পরওয়ানাভূক্ত আসামি আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রাসেল কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি হাফিজুর রহমান।