কক্সবাজারের টেকনাফ ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ৫ নভেম্বর ২টার দিকে টেকনাফ পৌরসভার হোটেল নিউ গ্রিন গার্ডেন হল রুমে টেকনাফ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল মনজুরের সভাপতিত্ব ও উপজেলা সদস্য সচিব হেলাল মুন্সীর পরিচালনায়। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেহেরুজজামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উখিয়া উপজেলার সদস্য সচিব জাহাঙ্গীর আলম,রামু উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব,মুফিজুল ইসলাম, কক্সবাজার জেলার তরুণ পার্টির আহ্বায়ক কামাল উদ্দিন কামাল, কক্সবাজার জেলা ছাত্রসমাজের সদস্য সচিব বেলাল উদ্দিন, জেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সদস্য জিয়াবুল হক,পৌর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইসমাইল কালু, সাধারণ সম্পাদক শাহজাহান, কক্সবাজার জেলা তরুণ পার্টির সদস্য রহমত উল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন পল্লী বন্ধু মরহুম হোসেন মোহাম্মদ এরশাদকে অনুসরণ করে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার লক্ষে সবাইকে এক যুগে কাজ করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বর্তমানে দেশে গুম,খুন,হত্যা,ধর্ষন বেড়েই চলছে।