বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

টেকনাফ থানাকে কলেজ, পুলিশকে কলেজ বন্ধু মনে করবেন না:আক্তার হোছাইন |বাংলাদেশ দিগন্ত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮১৮ বার পঠিত

ওসি প্রদীপ দাসের বিদায় হয়েছে অনেকের লেগামহীন অাফসোসের যেন ইতি হচ্ছেনা,খুব সম্ভবত ২০১৮ সালে ওসি এই থানাস্হ হয়েছে তখনও ফেসবুকে অভিনন্দনের বন্যা করেছিল একশ্রণি তারা বুঝাতেচেয়ছিল প্রদীপ ইয়াবা নির্মুল করবেই বাট বাস্তব চিত্র ভিন্ন,ওসি যদি বাস্তবেই ততটা তৎপর হতো তাহলে এতোদিনে ইয়াবা ব্যাবসায়ী থাকতোনা এখন ব্যাবসায়ী ঠিকই রয়েছে হয়তো অাগের মতো ইয়াবা বহনকারী গুলো নাই,সভা সমাবেশে যেভাবে বক্তৃতা দিতো ইয়াবার বিরুদ্ধে মনে হয় কৌশলে ইয়াবার পক্ষেরই একজন। ২০১৮ সাল থেকে ধরলে প্রায় ২ বছর এতোদিন তো মাদক থাকার কথা নয়।

ওসি প্রদীপ যদি এতোই ইয়াবার বিরুদ্ধে তৎপর তাহলে সেনাবাহিনীর কাছে ৫০ পিছ ইয়াবা কেমনে পেল?এগুলোকে কি সাজানো গোছানো নাটক বলা যায় না,বাস্তবতা হচ্ছে টেকনাফের মানুষের সাথে প্রতিনিয়ত এই রকমই অাচরণ করেছে বিদায় বেপরোয়া হয়ে সেনাবাহিনীকেও ৫০ পিছ ইয়াবা দিয়ে ক্রস ফায়ার দিতে দ্বিধা করেননি। মুলত এই চরিত্রটাই তার অাসল কৌশল ছিল।

নতুন ওসিকে যেভাবে অভিনন্দন জানানো হচ্ছে, মনে হচ্ছে এখানে অাবার এবিএমএস দোহাকেও প্রদীপ বানাবে, দয়া করে থানাকে কলেজ বানাবেন না, পুলিশকে কলেজ বন্ধু ভাববেন,না, স্হানীয় দালালরা দালালগিরি দহরম মহরম বাদ দেন।থানাকে কলেজ, পুলিশকে কলেজ বন্ধু ভাবা বাদ দেন, অাপনারা যারা ফাইল একটা নিয়ে সকালে থানায় ঢুকে সন্ধায় বাহির হতেন তারা পুলিশের কান ভারি করতেন এগুলো থেকে বাহির হয়ে অাসুন। অামাদের অাচার অাচরণে প্রদীপ অাজ কিলার হয়েছে।

অামরা জনগণের কাতারে থাকি পুলিশকে পুলিশের জায়গায় থাকতে দেন অাপনি যদি সত্যিকার অর্থে মাদক নির্মুলে পুলিশকে সাহায্য করতে চান? তাহলে জনগণের কাতার থেকে সাহায্য করুন দালালগিরি নয়।

অনেকে ইয়াবা রুখে দেওয়ার জন্য ওসি হিসেবে একমাত্র প্রদীপকে খুজে পাই এইরকম হীনমনতার জোয়ারে না ডুবে ইতিবাচক হয়ে নতুন ওসিকে সাহায্য করুন দালালদের সামাজিক ভাবে বয়কট করুন, জনগণের কাতার থেকে যদি অামরা সচেতন হয়ে পুলিশকে হেল্প করি তাহলে অার জুলুম নির্যাতন হবে বলে আশা করি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!