আটক আসামি হলেন-টেকনাফ ইসলামাবাদ এলাকার নুর ইসলাম (৪০) গাজীপুর কালিয়াকৈর এলাকার রাজু আহমদ (৪৮) ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মোছাম্মৎ কল্পনা (৩৪) ও মাহমুদা আক্তার রেশমা (২২)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হাফিজুর রহমান জানান,বুধবার (৬ জুলাই )গভীররাতে গোপন খবরের ভিত্তিতে এসআই বুলবুল সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌসভাস্থ ইসলামাবাদ এলাকায় নুর ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে চারজন মাদক কারবারীকে আটক করা হয়েছে । পরে তাদের হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা,চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
ধৃত মাদক কারবারবীরা দীর্ঘদিনধরে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা গেছে। অবশেষে টেকনাফ থেকে ইয়াবা আনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তারা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি ।