টেকনাফ পৌর সভার বাস টার্মিনাল এর পশ্চিমে প্রধান সড়কের পাশে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ কে ফাঁসাতে পরিকল্পিত নাটকের অবতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ বিষয়ে পরস্পরের মধ্যে তর্কাতর্কির ঘটনা নিয়ে একটি দোকানে হামলা, ভাংচুর, স্বর্ণ, টাকা, ছিনতায়, মালামাল সহ মোবাইল লুট হয়েছে মর্মে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। উক্ত অভিযোগে এলাকার কিছু নিরীহ,অসহায় ও দিনমজুর
লোক কে হয়রানী করার জন্য বিবাদী করা হয়েছে।
গতকাল রবিবার ঘটনাস্থল পৌর সভার বাস টার্মিনােেলের সরেজমিনে গিয়ে জানা যায়,
টেকনাফ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের নাইট্যং পাড়া বাসটার্মিনালে জনৈক নুর হোসেনের ব্যবসা প্রতিষ্টান তথা পানের দোকান টি একই এলাকার রফিক আবদুল আমিন সহ ৮/১০ জনের একটি সিন্ডিকেটে র নেতৃত্বে এ ভাংচুর,মালামাল,মোবাইল,স্বর্ণ ছিনতাইয়ের মত কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শিরা জানায়,থানায় দায়ের করা অভিযোগের সাথে বাস্তবতার কোন মিল নেই। সামান্য বাড়াবাড়ির বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করার অপচেষ্টা করছে নুর হোসেন গং। তাদের পেশা কি? ব্যবসা কি বাসটার্মিনাল এলাকায় সকলেই অবগত আছে। এমতাবস্থায় নিজেদের কু কর্ম আড়াল করতে প্রতিপক্ষ কে ঘায়েল করার কু মানসে ভূঁয়া অভিযোগ সহ আব্দুল আমিন,রফিক,মো:আমিন,মো: ইসমাঈল ও হেলালের বিরুদ্ধে নানা অপ-প্রচার চালাচ্ছে। এলাকার বেশ কয়েকজন মুরব্বি জানায়, থানায় অভিযোগ করার মত কোন ঘটনা ঘটেনি। তারা আরো জানায়, অভিযোগের বিষয় টি থানা পুলিশ কে ভূল ও মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষ কে হয়রানী করতে একটি অসাধু চক্রের তালবাহানা মাত্র!
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে, বিষয় টি উভয়পক্ষ আপোষ মিমাংসার পর্যায়ে রয়েছে বলে জানান।