কক্সবাজারের টেকনাফ বাহারছড়া éইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীনের করোনা পজেটিভ বলে জানা গেছে।
তার মামা ও মোয়াস এনজিওর লজিষ্টিক কো-অর্ডিনেটর শহীদ উল্লাহ শহীদ জানান ভাগিনা মৌলভী আজিজ উদ্দীন গত কিছু যাবত করোনা উপসর্গ নিয়ে অসুস্থতায় ভোগ ছিলেন। সর্বশেষ গত দুইদিন আগে বাহারছড়ার শামলাপুর এলাকায় ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটি(আইআরসি) এনজিও কতৃক নির্মিত করোনা আইসোলেশন সেন্টার থেকে মেডিকেল টিম এসে তার বাসা থেকে রক্ত ও লালার স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যায়। কক্সবাজার মেডিকেল কলেজে তার নমুনা টেষ্ট করার পর ৮ জুলাই তার করোনা রির্পোট পজিটিভ আসে। বর্তমানে তিনি উল্ল্যেখিত আইসোলেশন সেন্টারে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে তার অবস্থা এখনো স্বাভাবিক রয়েছে।
তার মামা শহীদ উল্লাহ বাগিনার জন্য এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।