টেকনাফ বাহারছড়া উপকূলীয় ইউনিয়নের নোয়াখালী পাড়ায় দীর্ঘদিন যাবৎ পানির তীব্র সংকট ছিল।
এ ব্যাপারে এলাকার লোকজন, জনপ্রতিনিধি, এনজিও সংস্থা ও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা নিকট পানির সংকট নিরসনের জন্য আবেদন নিবেদন করেছিল।কিন্তু এর কোনো সমাধান হয়নি।
নিরোপায় হয়ে উক্ত এলাকার যুবসমাজ এই পানীয় সংকট নিরসনের জন্য এগিয়ে আসেন।তাদের নিজস্ব উদ্যোগে নিজেদের অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করে পানিন সু-ব্যবস্থা করে দিয়েছেন।
যা-গত ১৪এপ্রিল এলাকার সকল স্তরের জনগনকে সাথে নিয়ে এর উদ্ভোদন করেন।বর্তমানে উক্ত এলাকায় দীর্ঘদিনের পানীয় সংকটের যে কষ্ট হতো, তা এখন নিরসন হয়েছে।ফলে এলাকার লোকজন দু-হাত তুলে আল্লাহর কাছে উক্ত যুবসমাজের প্রতি দোয়া প্রার্থনা করছে।পাশাপাশি অন্যান্য সংস্থা যুবসমাজকে এই মহতি উদ্যোগের জন্য স্বাদুবাদ জ্ঞাপন করছে।
উদ্যেগদাতা যুবকেরা হলেন;
আব্দুর রহমান জুয়েল (বিএ) ইউসুফ সরওয়ার (আবির), আব্দুল মাবুদ, আবুল কালাম আজাদ, মোঃ জাফর, জয়নাল আবেদীন, আব্দুর রহমান, দেলোয়ার হোসাইন, মোঃ হারুন, হাফিজ উল্লাহ, মোঃ শহিদ, নুরুল আবছার, মোঃ রাশেদ, আমিন উল্লাহ, মোঃইদ্রিস,হেলাল সিকদার, মোঃহাসিম প্রমুখ।