সড়ক পরিবহণ আইন – ২০১৮ মেনে চলব, নিরাপদে বাড়ি ফিরব। এ প্রতিপাদ্য কে
সামনে রেখে দেশের দক্ষিনে সীমান্ত শহর টেকনাফে সড়ক পরিবহন আইন মানতে ও চালক ও জনসাধারণ কে সচেতন করতে প্রচারনা চালিয়েছেন ট্রাফিক পুলিশ টেকনাফ জোন । ১৬ই নভেম্বার সকাল ১১ঘটিকার সময় টেকনাফ শহরের বিভিন্ন স্থানে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় প্রচারনা চালিয়েছেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টেকনাফ ট্রাফিক জোনের ফারুক আল মামুন। ট্রাফিক পুলিশের পক্ষ হতে পুরো শহর জুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ ও করা হয়েছে । টেকনাফ ট্রাফিক পুলিশ পরিদর্শক ফারুক আল মামুন বলেন, টেকনাফ শহর কে যানযট মুক্ত করতে কয়েকটি নির্দেশনা ঘোষণা করছি। যা হলো, আমরা আইন অমান্য করব না,জরিমানা দিবো না, অবৈধ যানবাহন রাস্তায় চলাবো না, উল্টো পথে গাড়ি চলাবো না, রাস্তার উপরে গাড়ি রেখে রং পার্কিং ও প্রতিবন্ধকতা সৃষ্টি করব না, ডানে বামে দেখে শুনে গাড়ি চলাব এবং তিন বা চৌরাস্তার বামে ডানে মোড় বন্ধ করব না, সকাল ০৮ থেকে রাত ০৮ ঘটিকার সময় থেকে সব ধরনের ট্রাক টেকনাফ পৌর শহরে প্রবেশ করবে না, হেল মেট,বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্ট্রেশন ও ফিটনেস ছাড়া মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন রাস্তায় চলাচল করবে না, ট্রাফিক আইন মেনে চলব নিরাপদ ও ঝামেলা বিহীন জীবন গড়ব, আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, দোকানদারেরা কোনো ভাবেই ফুটপাত দখল করতে পারবেন না। কোন গাড়ী বা যানবাহন রাস্তায় দাঁড়াবে না এবং টমটম সহ কোন যানবাহন কোথাও অবৈধ ভাবে থামিয়ে থাকতে পারবে না।যদি থাকে তাহলে আইনগত ব্যবস্তা নেয়া হবে।