শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের ধাওয়ায় ৭ লাখ ইয়াবা পানিতে ফেলে পালাল পাচারকারীরা ‘ইশ্-মার্ট বাংলাদেশ’ প্রভাষক শাহীন সরওয়ার টানটান উত্তেজনায় শেষ হল শেখ রাসেল গোল্ডকাপ;বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিগণ টেকনাফে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ পরবর্তী নগদ অর্থ সহায়তা বিতরণ টেকনাফে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অভাবনীয় সফলতায় মেম্বার এনামের প্রতিষ্ঠিত বালিকা মাদ্রাসা টেকনাফে “অক্সফাম” কর্তৃক ভাউচার প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ “মুক্তি” কক্সবাজার কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ টাকা বিতরণ “বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার তৃতীয় মেয়াদে কমিটি গঠিত “মানবাধিকার দিবস” উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের সেমিনার

টেকনাফ সাহিত্য একাডেমির উদ্যোগে ইদ আনন্দ ও সাহিত্য আড্ডা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭২ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

টেকনাফ সাহিত্য একাডেমির উদ্যোগে প্রথম বারের মতো গত ১১ই জুলাই অনুষ্ঠিত হলো ইদ আনন্দ ও সাহিত্য আড্ডা। উক্ত সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন টেকনাফ সাহিত্য একাডেমির সভাপতি শিক্ষক, প্রাবন্ধিক ও প্রকাশক কবি আলী প্রয়াস|

কবি ও গবেষক নাফিক আব্দুল্লাহর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি কবি সাংবাদিক নুপা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক ও প্রাবন্ধিক এহ্সান উদ্দিন সাংগঠনিক সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু; সাহিত্য সম্পাদক কবি ইসমাইল মুকুল; অর্থ সম্পাদক কবি ও গল্পকার ইসহাক তুহিন; প্রচার সম্পাদক কবি হোসাইন জাহিদ; সহ-প্রচার সম্পাদক ফয়সাল সাফি এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কবি রফিক রানা, জামাল জাফরান, হেলাল উদ্দিন, এ.আর. হায়দার, আব্দুল মজিদ অভি, সাঈদ রায়হানসহ টেকনাফের অনেক সাহিত্যসুহৃদ।

সভাপতি কবি আলী প্রয়াস তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে সুন্দর সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাইলে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। টেকনাফ সাহিত্য একাডেমির গুরুত্ব বিবেচনা করে তিনি আরও বলেন, জ্ঞানের আলো জ্বালাতে এই রকম সাহিত্য একাডেমি খুব বেশি প্রয়োজন। এ লক্ষ্যে টেকনাফের সৃজনশীল মানুষগুলো খোঁজে বের করা গেলে তাদের মাধ্যমে টেকনাফে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নতি ঘটিয়ে টেকনাফকে কলঙ্কমুক্ত করতে হবে।

সহ-সভাপতি কবি নুপা আলম বলেন, বাঙালি জাতীয়তাবোধ, মুক্তিযুদ্ধ, একাত্তর, স্বাধীনতার চেতনা মানুষের মাঝে প্রতিফলন করতে হলে সৃজনমনস্ক প্রজন্ম তৈরি করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা অস্বীকার করে সাহিত্যচর্চা অর্থহীন।

সাধারণ সম্পাদক কবি ও গবেষক নাফিক আব্দুল্লাহ বলেন, টেকনাফকে আমরা সবাই ভালোবাসি। এই ভালোবাসার টেকনাফে সৃজনশীলতার মাধ্যমে নব জাগরণ সৃষ্টি করতে হবে। পাশাপাশি নিজেদেরকেও জ্ঞানচর্চার মাধ্যমে অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক এহ্সান উদ্দিন বলেন, আমাদের টেকনাফ সাহিত্য দিক থেকে অনেক পিছিয়ে, তাই আমাদের এমন একটি দুঃসময়ে এই রকম সংগঠন খুব বেশি প্রয়োজন। তিনি আরও বলেন আমি আশা করছি এই সংগঠনের হাত ধরে টেকনাফে আলোর জোয়ার বইয়ে আসবে।

সাংগঠনিক সম্পাদক কবি শফিউল্লাহ নান্নু বলেন, কলম যুদ্ধের মাধ্যমেও একটা বিপ্লব ঘটানো সম্ভব যেমন করে রাজা রামমোহন রায় সতীদাহপ্রথার বিলুপ্ত ঘটিয়েছিলেন, ঈসরচন্দ্র বিদ্যাসাগর বিধবাপ্রথা বিলুপ্ত করেছিলেন ঠিক আমারও চাই কলম যুদ্ধের মাধ্যমে এই টেকনাফ থেকে অন্ধকার দূর করতে।

উল্লেখ্য, টেকনাফের সৃজনশীল লেখকদের নিয়ে সম্প্রতি ১৭সদস্যের কার্যকরী কমিটি গঠন করে টেকনাফ সাহিত্য একাডেমি নামে তারুণ্যনির্ভর প্রগতিশীল একটি সাহিত্য সংগঠনের অগ্রযাত্রা শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs
error: Content is protected !!