কক্সবাজার’র টেকনাফে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২বিজিবি) গত অক্টোবর মাস জুড়ে সীমান্তের স্থল ও নৌ পথে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকার মাদক ও বিভিন্ন চোরাই পন্য জব্দ করেছে। এসংক্রান্ত ৪৬ টি মামলায় আটক করা হয়েছে ৩৫ জন কে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, গোটা অক্টোবর মাসে ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নদী ও স্থল পথের বিভিন্ন তল্লাশী চৌকিতে অভিযান চালিয়ে ৪ লাখ ১৭ হাজার ৬৪৯ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তৎমধ্যে মালিকসহ ৮৮ হাজার ৯৮০ ও মালিক বিহীন ৩ লাখ ২৮ হাজার ৬৬৯ পিস। এসংক্রান্ত ৩৩টি মামলায় ২৭ জনকে আটক করা হয়েছে।
এছাড়া ৪৮ হাজার ৯২৫ টাকার বিয়ার ও গাঁজা জব্দের ঘটনায় ৩টি মামলায় ২ জনকে আটক করা হয়েছে। ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৭৩ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দের ঘটনায় ৯টি মামলায় ২ জনকে আটক করা হয়েছে।
অপর দিকে ৪টি দেশীয় বন্ধুকসহ ১৮ রাউন্ড তাজা গুলি ৪টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ ৪ জন ডাকাত আটকের ঘটনায় মামলা হয়েছে ১টি।
প্রসঙ্গত, গেলো সেপ্টেম্বরে ৩৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৪০২ টাকার মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়ছিলো।