অাজ ১৭ জুলাই কক্সবাজার টেকনাফের হোয়াইক্যংয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সংসদ ও ছাত্র ফেডারেশন বাংলাদেশ এর কমিটি ঘোষণা করেছে টেকনাফ উপজেলা কমিটি।
উক্ত হোয়াইক্যং ইউনিয়ন কমিটিতে অাগামী ১ বছরের জন্য। সভাপতি:মোহাম্মদ হারুনুর রশিদ।
সাধারণ
সম্পাদক:অাব্দুল্লাহ অাল সম্রাট।
সাংগঠনিক সম্পাদক:আকিব আল হাসান।
এ সময় উক্ত সংগঠনের টেকনাফ উপজেলা সভাপতি নুরুল মোস্তাফা বলেন,শেখ মুজিবুর রহমানের অাদর্শকে মনে প্রাণে বিশ্বাস করে অামাদের এই সংগঠন।তার ধারাবাহিকতায় অাগামী ১ বছরের জন্য হোয়াইক্যং ইউনিয়ন কমিটি ঘোষণা করা হল।
নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ বলেন, অামরা অামাদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করব।এবং অামার এলাকার ছাত্রছাত্রীদের সকল বিপদে অাপদে এগিয়ে অাসার চেষ্টা করব।