
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে গ্রেফতা করেছে পুলিশ। সোমবার রাতে শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (গণমাধ্যম) ওয়ালিদ হোসেন।
সোমবার রাজধানীর লালবাগ থানায় নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।অভিযোগ অস্বীকার করে নুরুল হক নুর দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তাকে জড়ানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..