তরুণ কবি অর্ণব আরিফ আজাদকে সম্মাননা দিয়েছেন ডুলাহাজারার সমাজসেবক দিদারুল আলম টিপু।
বর্তমান সময়ে বিভিন্ন গল্প সাহিত্য ও কবিতায় সমাজের সমস্যা সম্ভাবনা এবং অসঙ্গতি নিয়ে অসামান্য ভূমিকা রাখায় চকরিয়ার ডুলাহাজারার তরুণ কবি আরিফ আজাদকে সংবর্ধনা দিয়েছেন ডুলাহাজারার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম টিপু।শুক্রবার (১৩নভেম্বর) ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে এই সম্মানা দিয়েছেন। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক কলিম উল্লাহ কলি, ডুলাহাজারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনাস, যুবলীগ নেতা ফারুক ও কবি নিশান প্রমূখ।
বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম টিপু’র আয়োজনে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে এ সম্মাননা প্রদান করা হয়।
আগামী একুশে বই মেলায় এই তরুণ লেখকের “তুষার রোদন” বিরহ ও রোমান্টিক কাব্যগ্রন্থ বের হচ্ছে। উদীয়মান এই লেখক সবার কাছে দোয়া চেয়েছেন।