তারিখঃ৪সেপ্টেম্বর২০২০
এতদ্বারা সকল কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা পণ্য সরবরাহকারী প্রতিষ্টানের নিকট থেকে জরুরী ভিত্তিতে স্যানিটাইজার, মাস্ক, ব্লিচিংপাউডার, জীবানুনাশক সাবান, স্বাস্থ্য সুরক্ষা পোষাক, -হ্যান্ড গ্লাবস ও টিস্যুবক্স সরবরাহের জন্য দরপত্র আহবান করা যাচ্ছে।
দরপত্র গ্রহনের শেষ সময় : আগামী ১০ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ৩:০০ পর্যন্ত।
সরবরাহকৃত চাহিদাপত্র মোতাবেক দরপত্র জমাদানের শেষ সময় : ১০-১৪ই, সেপ্টেম্বর ২০২০ইং দুপুর ২:০০ ঘটিকা।
জমাকৃত দরপত্র (কোটেশন) উন্মুক্ত করুন : ১৪ই সেপ্টেম্বর, ২০২০ ইং বিকাল ৩:০০ ঘটিকা।দরপত্র গ্রহন ও জমাদানের ঠিকানা : অগ্রযাত্রা প্রকল্প ব্যবস্থাপনা অফিসের অর্থ ও হিসাব বিভাগ, হক টাওয়ার ০২ (৩য় তলা) আলীর জাঁহাল, কক্সবাজার।
উন্মুক্ত কালীন সময়ে সরবরাহকারী বা তার একজন প্রতিনিধি উপস্থিত (কোভিট-১৯ স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে থাকতে পারবেন।
উল্লেখ্য যে ক্রয় কমিটি কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
অনুরোধক্রমে,
প্রকল্প পরিচালক
অগ্রযাত্রা।
যোগাযোগঃ ০১৮২২৮৬৯৬৬০,