কক্সবাজার পৌর শহরের ১২ ওয়ার্ড লাইট হাউজ পাড়ায় আজ সোমবার ৭ ডিসেম্বর বিকাল ৩ টায়
দূর্বার সংসদ কতৃক আয়োজিত ২য় তম গোল্ডকাপ
ক্রিকেট টুনামেন্টের উদ্বোদনী খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদকর্মী ও যুবলীগ নেতা সোহেল আরমান, আব্দুল শুক্কর, আল আমিন & মনসুর উদ্দিন। উপস্থিত অতিথি বৃন্দের পক্ষ থেকে বৃহত্তর লাইট
হাউজ পাড়া ১২নং ওর্য়াডে নিদিষ্ট খেলার মাঠের দাবি করা হয়। উদ্ভোদনী খেলায় অতিথিরা আরও বলে খেলাধুলা মানুষকে মন মানসিকতা সুস্থ রাখে এবং মাদকের অভায়রণ্য থেকে মুক্তির জন্য
খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত খেলাধুলা চর্চা রাখার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহবান জানানো হয়। আরও উপস্থিত ছিলেন দুর্বার সংসদের সভাপতি রিফাত বিন সাত্তার,
সাধারণ সম্পাদক ইসমাইল সোহাগ এবং দপ্তর সম্পাদক শাহাদাত কবির ও সংগঠনের সদস্যবৃন্দ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়।
রাইজিং লিজেন্ড অফ এল.এইচ.পি বনাম টাইগার’স অফ আলাউদ্দীন।
ম্যাচে টাইগার’স অফ আলাউদ্দীন এর টিম ৫ ইউকেটে বিজয়ী হয়। ম্যাচ শেষে টুনামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয় আমিনুল ইসলাম বাবু।