ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড.মনোয়ার হোসাইন সিদ্দিকীকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এড.মনোয়ার হোসাইন সিদ্দিকী। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য ব্যারিষ্টার শিপন খান,সহসভাপতি এসএ এম সুমন,বিপুল জোয়ার্দার,এড.হেদায়েত-উল হক,আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,সহসাধারণ সম্পাদক বাপ্পি রায়হান,পায়েল হোসেন রিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার রাসেল, সাদেক খান,নাট্য সম্পাদক মজিবর রহমান,ক্রিয়া সম্পাদক মামুনুর রহমান তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ মোল্লা সহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে এড.মনোয়ার হোসাইন সিদ্দিকী বলেন,আমি আশাকরি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব একদিন ঈশ্বরদীর আইকন হিসেবে পরিচিতি লাভ করবে। এই প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পাশে সব সময় থাকবো এবং তাদের প্রশিক্ষণসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,এই প্রেসক্লাবের সকল প্রকার সংবাদকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করা হবে। তিনি দক্ষতা,সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন।