কক্সবাজার টেকনাফের নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পে ১১বছর বয়সী নাবালিকা এক মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন কে গ্রেফতার করেছেন ১৬এপিবিএন পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থিত মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মোঃহোসেনের পুত্র হাবিবুল্লাহ (৩৫)কে গ্রেফতার করা হয়।২৮ই অক্টেবর রোহিঙ্গা ক্যাম্পেন সি-ব্লকে অভিযান চালিয়ে তাকে করে।ঘটনার পর থেকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি)মাদরাসার কার্যক্রম বন্ধ করে দেন।ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের মা নিজে বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন। ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ রাকিবুল ইসলাম।