পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে করোনা মহামারিতেও থামছেনা উন্নয়নের জোয়ার। আর কিছু কিছু উন্নয়ন প্রেমী মানুষ আছে যারা নিজেকে এই উন্নয়নের সাথে যেন নিজেকে সবসময় সম্পৃক্ত করে রাখতে চাই। আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের, গিলাতলী জামে মসজিদের ড্রেইনের কাজ এডিবির অর্থায়নে পরিচালিত হয়। পরিচালিত কাজের মান যাচাইয়ের জন্য পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার। তারা বলেন মসজিদের মুসল্লীদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হতে যাচ্ছে । আরও বলেন বর্তমান সরকার এই করুণ মুহূর্তেও দেশের বিভিন্ন উন্নয়ন সাধন করে যাচ্ছেন সে জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।